ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

বেনাপোলে দুটি বাঘের বাচ্চা উদ্ধার 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ১৪ মে ২০২০ | আপডেট: ১০:৫৮, ১৪ মে ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে কৃষকরা। গতকাল বুধবার (১৩ মে) বিকেলে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামের মাঠ থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, সাদিপুর গ্রামের একদল কৃষক ধান কাটতে মাঠে  যায়। এই সময় ওই কৃষক দল বাচ্চা দুটিকে একটি গর্তে লুকিয়ে থাকতে দেখে। পরে তারা বাচ্চা দুটি উদ্ধার করে একটি খাঁচায় আটকে রাখে।

স্থানীয়রা জানান, বাচ্চা দুটি হয়তোবা কেউ চোরাই পথে ভারতে পাচারের উদ্দেশ্যে এনেছিল কিন্তু প্রশাসনের কড়া নিরাপত্তার কারণে পাচার করার সুযোগ পায়নি। তাই মাঠেই ফেলে গেছে। আবার অনেকে বলছে খাদ্যের সন্ধানে ভারত থেকে এসে এখানে অবস্থান নিয়েছে। সীমান্ত এলাকায় এসব মেছো বাঘ মুরগি, হাঁস ধরে নিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাচ্চা দুটি দেখে বন বিভাগকে খবর দিলে বন বিভাগ কর্তৃপক্ষ এসে বাচ্চা দুটি নিয়ে গেছে।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি